উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্বস্তির নিঃশ্বাস ফেলল কুলতলিবাসী। অবশেষে খাঁচাবন্দী হল দক্ষিণরায়। বুধবার কুলতলি ব্লকে দেউলবাড়ি- দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পেটকুল চাঁদ ও সাবুর আলিকাটার মধ্যবর্তী ম্যানগ্রোভের বাদাবনে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা যায়। তারপরই সেখানে ফাঁদ পাতা হয়। দীর্ঘ চেষ্টার পর অবশেষে খাঁচাবন্দী হয় বাঘ।
বন দপ্তর সূত্রে খবর, খাঁচাবন্দী বাঘটিকে প্রাথমিক চিকিৎসা করা হবে। এরপর সুস্থ হলে বাঘটিকে পুনরায় সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। প্রসঙ্গত, গত কয়েক মাসে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় রয়্যাল বেঙ্গলের দেখা মেলে। ফলে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা।