হেলাপাকড়ি: সোনা জয়ী ভারতীয় হ্যান্ডবল দলের সদস্য মৌমিতা রায়কে উৎসাহিত করতে আর্থিক সহায়তা করল হেলাপাকড়ি শিক্ষক ঐক্যমঞ্চ। এই উপলক্ষে রবিবার সন্ধ্যায় স্থানীয় পিইউআর হাইস্কুল প্রাঙ্গনে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাক্তন শিক্ষক বিজয়বন্ধু মজুমদার পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিও পালিত হয়। মৌমিতা ও তাঁর প্রশিক্ষক রঞ্জিত বর্মন দুজনে দুটি গাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন।
এশিয়ান মহিলা জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ভারতীয় দলে প্রতিনিধিত্ব করেছে হেলাপাকড়ি বাবুপাড়ার মেয়ে মৌমিতা রায়। দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে সেও স্বর্পদক লাভ করেছে। নিম্নবিত্ত পরিবারের মেয়ে মৌমিতাকে উৎসাহিত করতে আর্থিক সহায়তায় এগিয়ে এসেছেন অনেকে। শিক্ষক ঐক্য মঞ্চের তরফেও এদিন নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয় তাঁকে। সেই সঙ্গে মৌমিতা ও তাঁর প্রশিক্ষক রঞ্জিত বর্মন, মঞ্জিল কাওসার আলেম ও রাকিমুল হককে সংবর্ধিত করা হয়।
আরও পড়ুন : বাতাবাড়ি চা বাগানে আইনি সচেতনতা শিবির