বুনিয়াদপুর: প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম রাজীব লাল ধর (৫৪)। বাড়ি বালুরঘাট কলেজ মোড় এলাকায়। বর্তমানে তিনি কলকাতার নিউ টাউনের বাসিন্দা ছিলেন। সোমবার কলকাতার নিউ টাউন থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য ২০১৭ সালে গঙ্গারামপুরের কয়েকজন ব্যক্তি এক মহিলাকে তাঁর মেয়ের প্রাইমারি চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেয়। সেই ফাঁদে পা দিয়ে মেয়ের চাকরির জন্য লক্ষাধিক টাকাও দেন ওই মহিলা। শেষে চাকরি না পাওয়ায় টাকা ফেরতের কথা বলেন তিনি। অভিযোগ, টাকা ফেরত চাইতেই বিভিন্নভাবে হেনস্তা করা হয় ওই মহিলাকে। বাধ্য হয়ে তিনি গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে ধৃত রাজীব লাল ধরের নাম উঠে আসে। তিনি বালুরঘাট কলেজ মোড় এলাকার বাসিন্দা হলেও বর্তমানে তিনি কলকাতার নিউটাউনে থাকতেন। সোমবার কলকাতা থেকে তাকে আটক করে পুলিশ। মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তাকে তোলা হয়। সরকারি আইনজীবী প্রতুল কুমার মৈত্র বলেন, ‘এই মামলার সঙ্গে যুক্ত কয়েকজনকে ইতিপূর্বে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশ বালুরঘাটের বাসিন্দা কলকাতার নিউ টাউন থেকে রাজীব লাল ধরকে আটক করেছে। এদিন ধৃত ব্যক্তিকে বুনিয়াদপুরে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়।‘
আরও পড়ুনঃ মাহুতদের নিয়ে পাঁচদিন ব্যাপী কর্মশালা