ডিজিটাল ডেস্কঃ ই-কমার্স জায়ান্ট অ্যামাজন এবার ড্রোনের মাধ্যমে গ্রাহকের কাছে পণ্য ডেলিভারি দেওয়ার পরিকল্পনা করেছে। বিশ্বে সর্বপ্রথম অ্যামাজনের এই পরিষেবার সুবিধা পাবেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার অন্তর্গত লকফোর্ড শহরে বসবাসকারী মানুষেরা। প্রাইম এয়ার ড্রোনের(drone) মাধ্যমে ফ্রি ডেলিভারির জন্য ক্যালিফোর্নিয়ার লকফোর্ডের গ্রাহকরা সাইন আপ করতে পারবেন। বাতাসে নষ্ট হয়ে না এমন পণ্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করার পর সেটি প্যাকেট করে ড্রোনের মাধ্যমে গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। এক্ষেত্রে নিরাপদ উচ্চতায় পণ্য পরিবহন করা হবে বলেও জানানো হয়।
এই সব ড্রোনের সাহায্যে ২. ২ কেজি পর্যন্ত ভার বহন করতে পারবে। এর মাধ্যমে গৃহস্থালির পণ্য, প্রসাধনী, টেক গিয়ারস ও অফিস সাপ্লাই ডেলিভারির অনুমতি দেয়া হবে।
এই কোম্পানিটি আকাশযান, মানুষ, পাখি ও অন্যান্য প্রতিবন্ধকতা চিহ্নিত করতে এবং এড়িয়ে চলতে ড্রোনের জন্য অত্যাধুনিক সিস্টেম তৈরি করেছে।
গুগল, অ্যামাজনকে ফিরিয়ে ফেসবুককে চাকরির জন্য বাছলেন যাদবপুরের ছাত্র, মাইনে কত জানেন?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফেসবুকে এক কোটি আশি লক্ষের বার্ষিক প্যাকেজে চাকরি পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়য়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং-এর চতুর্থ...
Read more