উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিন দিন বাড়ছে গরমের দাপট। তাতে বাড়ি থেকে ভিডিও কনফারেন্স চলার সময় কোনও পোশাক পরেই স্বস্তি নেই। যাদের ফরমাল পোশাক পরা বাধ্যতামূলক তাঁদেরও ব্লেজার বা স্কার্ট-স্যুটের নাম শুনেই ঘাম ঝরতে শুরু হচ্ছে। তবে হালকা হ্যান্ডলুমের শাড়ি এই গরমে দারুণ আরামদায়ক হতে পারে, কখনও কী এবিষয়ে ভেবে দেখেছেন? সঙ্গে সুন্দর একটা ব্লাউজ পরুন। সামান্য কাজল, অল্প লিপস্টিক আর ছোট একটা টিপেই আপনাকে দারুণ সুন্দর দেখাবে।
শাড়ি যারা প্রায়ই পরেন এবং সুন্দরভাবে ক্যারি করতে পারেন, তাঁরা সবাই জানেন যে উলটোদিকে থাকা সবাই কমপ্লিমেন্টের বন্যায় ভাসিয়ে দেন। আমাদের দেশের নানা প্রান্তে এত ধরনের হাতের কাজ আছে, এত রকম শাড়ি আছে যে গুনে শেষ করা যায় না। আপনি দেশি-বিদেশি যে কোনও ক্লায়েন্টের সামনে নিজের ঐতিহ্যকে শাড়ির মাধ্যমে যেভাবে তুলে ধরতে পারবেন, তেমনটা আর কোনও পোশাকের দ্বারা সম্ভব হবে না। যারা শাড়ি খুব ভালোভাবে পরতে পারেন না, তাঁদেরও কোনও অসুবিধে নেই। ভিডিও কনফারেন্সে অত পারফেক্ট ভাবে পিন করে শাড়ি পরার দরকার নেই। মোটের উপর আঁচলটা গুছিয়ে রাখুন তা হলেই হবে!