ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক নেতাদের গা জোয়ারির কথা প্রায়শই শোনা যায়। কিন্তু এবার সেরকমই একটি ঘটনা দেখা গেল উত্তরপ্রদেশে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের (Uttarpradesh) শাহজাহানপুরে সরকারি মেডিকেল কলেজে ঢুকে চিকিৎসককে হেনস্থা করে তাঁকে বন্দুক দেখিয়ে হুঁশিয়ারি দিলেন এক বিজেপি নেতা। আর তাই নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। প্রসঙ্গত জানা গিয়েছে, সরকারি হাসপাতালে অভিযুক্ত বিজেপি নেতার পরিচিত ব্যক্তি চিকিৎসার জন্য এসেছিলেন। কিন্তু রোগীকে পরিষেবা দেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন বিজেপি নেতা। আর তারপরেই তিনি চিকিৎসকের ওপর চড়াও হন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, গতকাল গভীর রাতে বুকে ব্যথা নিয়ে অনসুল অগ্নিহোত্রী নামের এক ব্যক্তি শাহজাহানপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক করণ গুপ্তের কাছে আসেন। করণ গুপ্ত তাঁকে দেখার পর ইসিজি করার জন্য নির্দিষ্ট বিভাগে পাঠান। সেই সময় হাসপাতালে হাজির হন শাহজাহানপুর শহর বিজেপির ভাইস প্রেসিডেন্ট রাজকুমার বাজপেয়ি। জানা যায়, রোগী আনসার অগ্নিহোত্রী হাসপাতালে উপস্থিত বিজেপি নেতা রাজকুমার বাজপেয়ির পরিচিত। এরপরেই রাজকুমার বাজপেয়ি হঠাৎই অভিযোগ তোলেন , চিকিৎসক করণ গুপ্ত তাঁর পরিচিত অনসুল অগ্নিহোত্রীর ঠিকঠাক চিকিৎসা করছেন না। আর এই অভিযোগে তিনি চিকিৎসক করণ গুপ্তার ওপর চড়াও হয়ে তাঁর দিকে বন্দুক ত্যাগ করেন।
অভিযুক্ত বিজেপি নেতা বলেন, চিকিৎসক কাজে ফাঁকি দিচ্ছিলেন। যদিও অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনাটি নিয়ে শুরু হয়েছে বিস্তারিত তদন্ত। যদিও বিজেপি নেতা রাজকুমার বাজপেয়ী তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবে এই ঘটনাটি বিরোধী দলের জন্য যে অন্যতম অস্ত্র হয়ে উঠতে চলেছে সে ব্যাপারে নিঃসন্দেহ থাকা যায়।