মোথাবাড়ি ও হলদিবাড়ি: বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার(Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের জেরে জমিয়তে উলামায়ের পক্ষ থেকে বৃহস্পতিবার মালদা জেলার সব থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। এদিন মালদা জেলার প্রতিটি থানায় অভিযোগ দায়ের করা হয়। সংগঠনের জেলা নেতারা মোথাবাড়ি থানায় উপস্থিত হয়ে নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। গত সোমবার নূপুর শর্মার বক্তব্যের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে সম্প্রীতি ও শান্তির বাতাবরণ তৈরি করতে মোথাবাড়িতে রুট মার্চ করে মোথাবাড়ি থানার পুলিশ ও ব্লক প্রশাসন। ব্লক ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনগণের কাছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য মিটিং-মিছিল না করে গণতান্ত্রিক ও আইনসংগতভাবে প্রতিবাদ জানানোর জন্য আবেদন জানানো হয়। সেই আবেদনে সাড়া দিয়ে জমিয়তে উলামায়ে হিন্দ সিদ্ধান্ত নেয় রাস্তায় নেমে আন্দোলন নয়, প্রতিটি থানায় নূপুর শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। বিজেপি মুখপাত্রের বিরুদ্ধে এদিন ভারতীয় দণ্ডবিধির ১৪৭ , ১৫৩, ২৯৫ , ২৯৫ (এ) , ৫০৫(২) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। নূপুর শর্মা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।
অন্যদিকে, হলদিবাড়িতেও এদিন নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ও তাঁদের গ্রেপ্তারের দাবিতে মেখলিগঞ্জের এসডিপিও অরিজিৎ পাল চৌধুরির মাধ্যমে জেলাশাসকের কাছে দাবিপত্র পেশ করেন হলদিবাড়ি ইমাম ও মোয়াজ্জেম কমিটি।
আরও পড়ুন : গাজোলে পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ১৬