কালিয়াচক: আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র খুঁজতে পুকুরে তল্লাশি অভিযান চালাল পুলিশ। কুখ্যাত দুষ্কৃতীকে জেরা করে আগ্নেয়াস্ত্র তৈরির হদিশ পায় কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুষ্কৃতীর নাম আনারুল শেখ। বাড়ি কালিয়াচক-৩ নম্বর ব্লকের বীরনগর-গ্রাম পঞ্চায়েতের নতুন বেগুনবাড়ি গ্রামে। দিন কয়েক আগে অবৈধ মাদক পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে আনারুল শেখ। তাকে জেরা করে পুলিশ জানতে পারে তার বাড়ির পেছনে এক পরিত্যক্ত পুকুরে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম রয়েছে। তারপরই পুলিশ ওই গ্রামের পুকুরে তল্লাশি অভিযান শুরু করে। পুলিশ প্রথমে ওই পুকুরটিকে ঘিরে ফেলে। তারপর পাম্প মেশিন দিয়ে ওই পুকুরের জল ছেচে ফেলা হয়। তারপর খোঁজাখুঁজির পর চারটি আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। ঘটনাস্থলে পৌঁছোয় কালিয়াচক থানার আইসি উদয় শংকর ঘোষ সহ পুলিশ বাহিনী। বিষয়টি খতিয়ে দেখছে কালিয়াচক থানার পুলিশ।
আরও পড়ুন : জাতীয় সড়কে দুর্ঘটনায় যুবকের মৃত্যু