আসানসোল: গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বৃহস্পতিবার সাতসকালে আতঙ্ক ছড়াল আসানসোল দক্ষিণ থানার জিটি রোডের গির্জা মোড় সংলগ্ন আড্ডা মার্কেট এলাকায়। জানা গিয়েছে, ওই মার্কেটের দোতলায় থাকা একটি হোটেলে গ্যাস সিলিন্ডারে আচমকাই আগুন লাগে। খবর পেয়ে একটি ইঞ্জিন নিয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে যান। ঘণ্টা খানেকের চেষ্টায় তাঁরা আগুন নিভিয়ে ফেলেন। দমকলকর্মীরা জানান, ওই সিলিন্ডার থেকে গ্যাস লিক করছিল। তখনই কোনওভাবে তাতে আগুন লেগে যায়।
কুশমণ্ডিতে আগুনে ভস্মীভূত ৩টি দোকান
কুশমণ্ডি: বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল তিনটি দোকান। কুশমণ্ডি (Kushmandi) ব্লকের ডিকুল বড়োপুকুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা...
Read more