উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিরাটিতে এক বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হল দুজনের। মঙ্গলবার ভোররাতে বিরাটির(Birati) মহাজাতি নগর এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন ভোররাতে বিকট শব্দ শুনে তাঁরা তড়িঘড়ি বাইরে বেরিয়ে দেখেন পাশের বন্দ্যোপাধ্যায় বাড়িতে আগুন জ্বলছে। তারা ওই বাড়ির বাসিন্দাদের ডাকলে কোনও সাড়াশব্দ পাননি। তারপরই দমকলে খবর পাঠানো এবং আগুন নেভানোর কাজ শুরু করেন প্রতিবেশীরা। পরে দমকলের দুুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন পুরোপুরি নিভে গেলে দেখা যায়, পোড়া অবস্থায় দুই পুরুষের দেহ পড়ে রয়েছে। মৃতদের মধ্যে একজন বিদ্যুৎ বন্দ্য়োপাধ্যায়(৫৮), তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী। অপরজন তাঁর বাবা বিজয় কুমার বন্দ্যোপাধ্যায়(৯২)। গুরুতর জখম অবস্থায় উদ্ধার হন এক প্রৌঢ়া। তিনি বিদ্যুতের মা বলে প্রাথমিক অনুমান পুলিশের। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কীভাবে বাড়িটিতে আগুন লাগল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান। গোটা ঘটনা খতিয়ে দেখছে দমকল বিভাগ।
আরও পড়ুনঃ Kalna News | কালনায় এক মাসে ৩০০-রও বেশি পথ কুকুরের মৃত্যু! ঘনাচ্ছে রহস্য