হিলি: রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট (সিএসপি)-এ আগুন (Fire) লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল হিলিতে। সোমবার ঘটনাটি প্রকাশ্য আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি সিএসপি এজেন্টের। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে হিলি থানার পুলিশ।
হিলি থানার ধলপাড়া পঞ্চায়েতের জন্তিপুর গ্রামের একটি ক্লাবঘরে সিএসপি সেন্টার রয়েছে। সোমবার সকালে স্থানীয়রা ব্যাংকের শাখা থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন। তারপরেই ওই সিএসপির এজেন্ট কানু ওরাওঁকে খবর দেওয়া হয়। ততক্ষণে ওই ঘরের মধ্য থাকা সিএসপির সেন্টারের সরঞ্জাম আগুনে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়দের দাবি, সিএসপি কেন্দ্রের দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে ছিল। ঘটনায় দুষ্কৃতীরা সিএসপি কেন্দ্রের তালা ভেঙে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
সিএসপি কেন্দ্রের এজেন্ট কানু ওরাওঁ বলেন, ‘আমি শুয়ে ছিলাম। স্থানীয় একজন গিয়ে খবর দিলেন যে, সেন্টারে আগুন লেগেছে। তারপরেই ছুটে এসে দেখি, কেউ বা কারা ঘরের দরজা ভেঙে আগুন লাগিয়ে দিয়েছে। সিএসপির সরঞ্জাম, নথিপত্র সম্পূর্ণ আগুনে পুড়ে গিয়েছে। কে বা কারা এই কাজ করল কিছুই বলতে পারছি না। আমার কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না। পুলিশ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবসা করুক।’ হিলি থানার আইসি গণেশ শর্মা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্ত করা হবে।’
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : খাটের নিচেই লুকিয়ে ছিল মৃত্যুদূত! ঘুম থেকে উঠতেই চক্ষু চড়কগাছ