ময়নাগুড়ি, ১২ ফেব্রুয়ারিঃ আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি ঘর। জানা গিয়েছে, সোমবার দুপুরে ময়নাগুড়ির আমগুড়ি এলাকার আশ্রম পাড়ায় ওই বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি দমকলের একটি ইঞ্জিন। কিন্তু ততক্ষণে বাড়ির দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। সেখানে নগদ ৩০ হাজার টাকা, প্রয়োজনীয় কাগজপত্র সমস্ত পুড়ে ছাই হয়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান। ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ।
সংবাদদাতাঃ বাণীব্রত চক্রবর্তী
- Advertisement -