নিশিগঞ্জ: রবিবার রাত সাড়ে নয়টা নাগাদ বিয়েবাড়িতে আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নিশিগঞ্জে (Nishiganj)। মদনমোহন বাড়ি সংলগ্ন শ্রীবাস বিশ্বাসের এদিন মেয়ের বিয়ে ছিল। সেই বিয়েবাড়ির সামনে পাত্রকে বরণ পর্ব চলার সময় দুর্ঘটনাটি ঘটে। সেই সময় ফাটানো একটি আতশবাজি পাটকাঠির বোঝার মধ্যে পড়ায় দাউ দাউ করে আগুন ধরে যায়। বিয়েবাড়ি ও প্যান্ডেল সংলগ্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়তে আতঙ্ক ছড়ায় বিয়েবাড়িতে। স্থানীয়রাই আগুন নেভাতে হাত লাগান। খবর পেয়ে দ্রুত নিশিগঞ্জ দমকল কেন্দ্রের কর্মীরা বিয়ে বাড়িতে ছুটে আসেন। আসে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশও। আগুন নিয়ন্ত্রণে এলে বিয়ের অনুষ্ঠান শুরু হয়।
আরও পড়ুন: Coochbehar | নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এলে মাননীয়ার মাথাগরম হয় কেন? প্রশ্ন নিশীথের