শিলিগুড়ি, ৪ অক্টোবরঃ ষষ্ঠীর ভোরে শিলিগুড়িতে আগুনে পুড়ে ছাই হল আটটি দোকান। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মাটিগাড়া বাজার এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার ভোরে বাজার এলাকায় কোনওভাবে ভয়াবহ আগুন লাগে। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় পরপর থাকা ৮টি দোকান। খবর পেয়ে শিলিগুড়ি ও মাটিগাড়া দমকল কেন্দ্র থেকে পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। কীভাবে আগুন লাগল তার সঠিক কারণ জানা না গেলেও দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান শর্টসার্কিটের ফলে এই আগুন লেগে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। তবে পুজোর মুখে এমন দুর্ঘটনায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান মাটিগাড়া-নকশালবাড়ি বিধায়ক শংকর মালাকার। শিলিগুড়ি মহকুমাপরিষদের সভাধিপতি তাপস সরকার। বিকেলে যাওয়ার কথা রয়েছে পর্যটন মন্ত্রী গৌতমদেবের।