শীতলকুচি: অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল দোকান। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে শীতলকুচি ব্লকের ভাঐরথানা গ্রাম পঞ্চায়েতের সাধুরহাট বাজারে।
মোবাইলের দোকানের মালিক মিঠুন বর্মন দোকান বন্ধ করে দুপুরে খেতে যান। বাজারে চিৎকার শুনে ফিরে এসে দেখেন দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে শীতলকুচি দমকলকেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মিঠুনবাবুর। এই বিষয়ে শীতলকুচি থানার ওসি বাবলু কুমার মণ্ডল বলেন, ‘শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।’ ঘটনার তদন্ত চলছে।
- Advertisement -