কলকাতা: সাতসকালে জনবহুল এলাকায় বিধ্বংসী আগুন। সোমবার ভোড় সাড়ে পাঁচটা নাগাদ গড়িয়া(Garia) স্টেশনের কাছে তেঁতুলবেড়িয়ে অঞ্চলে একটি বাড়িতে আচমকা আগুন লাগে। বসতবাড়ি হলেও সেখানে কেউ থাকেন না। ফলে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। তবে আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন।
স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখা দেখতে পান তাঁরা। আশপাশের বাড়িগুলি থেকেও পোড়া গন্ধ বের হয়। এরপর বাইরে বেরিয়ে আসেন প্রতিবেশীরা। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় আগুন। ওই বাড়িটিতে দীর্ঘদিন ধরে কারও বসবাস নেই। তবে বাড়ির ভিতরে স্পিকার তৈরির কাজ চলছিল। কার্যত স্পিকার তৈরির কারখানা হিসেবেই ব্যবহার করা হচ্ছিল তিনতলা বাড়িটি। কোনও যন্ত্রপাতি থেকে আগুন লেগে থাকতে পারে বলে মনে করছেন দমকলকর্মীরা। কিভাবে একটি বসতবাড়িকে কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশাসনের অনুমতি নেওয়া ছিল কিনা, তা নিয়েও রহস্য তৈরি হয়েছে।
এদিকে ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে লরির গ্যারাজে হঠাৎ আগুন লেগে যায়। লরি ছাড়াও বেশ কয়েকটি গাড়ি ও বাইক আগুনে ভস্মীভূত হয়ে যায়। গ্যারেজ থেকে আগুন পাশের কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় দমকল। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান দমকলের। ঘটনার তদন্ত চলছে।