মুম্বই: বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্টুডিও। ঘটনাটি মঙ্গলবার মুম্বইয়ের গোরেগাঁও এলাকার। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন।
স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেলে প্রথমে এলাকাবাসীরা ধোঁয়া দেখতে পান। এরপরেই আগুন লাগার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, স্টুডিওতে যখন আগুন লাগে সেই সময় স্টুডিওটি বন্ধই ছিল। সেক্ষেত্রে, আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকলের আধিকারিকেরা। যদিও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে। ওই স্টুডিওতে কোনও অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল কি না তাও খতিয়ে দেখা হবে।