ময়নাগুড়ি: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হল ৩টি দোকান। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে ময়নাগুড়ির (Maynaguri) গণ্ডার মোড়ে। জানা গিয়েছে, গভীর রাতে আগুন দেখতে পান কর্তব্যরত দুই সিভিক ভলান্টিয়ার। তাঁরাই দমকলে খবর দেন। দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি স্টেশনারি দোকান ও লোহার দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। একটি চায়ের দোকানের আংশিক ক্ষতি হয়েছে। সবমিলিয়ে আড়াই থেকে তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন : বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে সচেতনতামূলক র্যালি রায়গঞ্জে