গাজিয়াবাদ: ফের আগুন লাগল শতাব্দী এক্সপ্রেসে। শনিবার সকালে গাজিয়াবাদ স্টেশনে লখনউগামী শতাব্দী এক্সপ্রেসের জেনারেটর কারে আগুন লাগে। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা।
#UPDATE – Fire had broken out in New Delhi-Lucknow Shatabdi Express at 6:45 am. The affected coach was detached. All passengers are safe. Train departed at 8:20 am: Railways
— ANI UP (@ANINewsUP) March 20, 2021
এদিন সকাল পৌনে ৭টা নাগাদ উত্তরপ্রদেশের গাজিয়াবাদ স্টেশনে দাঁড়িয়ে থাকা দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসের জেনারেটর কারে আগুন লাগে। আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন যাত্রীরা। দমকলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। কোচটিকে আলাদা করে ট্রেনটি ফের গন্তব্যের দিকে রওনা দেয়। সমস্ত যাত্রীই সুরক্ষিত রয়েছেন বলে রেলের তরফে জানানো হয়েছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট জানা যায়নি।
এর আগে, গত শনিবার কাঁসরো স্টেশনের কাছে দিল্লি-দেহরাদুন শতাব্দী এক্সপ্রেসে আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে রেলের তরফে অনুমান। তবে দাঁড়িয়ে থাকা অবস্থায় আগুন লাগে বলে রক্ষা পান যাত্রীরা।