শিলিগুড়ি: শিলিগুড়ির একটি গুদামে ভয়াবহ আগুন। শনিবার সন্ধ্যায় বাবুপাড়ার আলু চৌধুরী মোড়ের কাছে একটি আবাসনের নিচের তলার ওই গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দুটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু করেছেন দমকল কর্মীরা। জানা গিয়েছে, ওই গুদামে প্রচুর বইখাতা মজুত রয়েছে। তবে কী করে সেখানে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
