শিলিগুড়ি: বিধ্বংসী আগুন শিলিগুড়িতে (Siliguri)। পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের ধরমনগর এলাকায় আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে আহত হন ৩ জন। তাঁদের শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুটি সিলিন্ডার ব্লাস্ট হয়। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছায়। দমকলের ৪টি ইঞ্জিন দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ওয়ার্ড কাউন্সিলার সঞ্জয় পাঠক। অগ্নিকাণ্ডে ১০টিরও বেশি বাড়ি ভস্মীভূত। কিভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে রয়েছে দমকল, প্রধাননগর থানার পুলিশ এবং ওয়ার্ড কাউন্সিলার। ঘটনার তদন্ত চলছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : আর্থমুভারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ইটভাটার শ্রমিকের, উত্তপ্ত এলাকা