নয়াদিল্লি: পশ্চিম দিল্লির মুন্ডুকা মেট্রো স্টেশনের কাছে একটি তিনতলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গুরুতর জখম হয়েছেন অন্তত ৩০ জন। ৬০ থেকে ৭০ জনকে উদ্ধার করা গেছে। জানা গেছে ওই বাড়িটিতে একাধিক অফিস ভাড়া ছিল। ফলে জনসমাগম ভালই ছিল। এদিন যখন আগুন লাগে তখন দমকা হাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের গ্রাস থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ দিয়েছেন কেউ কেউ। আগুনের তীব্রতা দেখে ২৪ টি দমকলের ইঞ্জিনকে কাজে লাগানো হয়। শেষ খভর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর কাজ জোরকদমে চলছে। কীভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন : কাজে ফাঁকি, বাধ্যতামূলক অবসরের চিঠি পেলেন ১৯ জন রেলকর্মী