কলকাতা: আগুনে পুড়ে মৃত্যু দুই শিশুকন্যার। বুধবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) ইন্দাস থানার অন্তর্গত নাররা গ্রামে। জানা গিয়েছে, ধনঞ্জয় শবর নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী, পাঁচ বছরের এক শিশুপুত্র এবং দুই শিশুকন্যাকে নিয়ে নাররা গ্রামে ধান কাটার কাজ করতে এসেছিলেন। মোট পাঁচটি পরিবার ওই এলাকায় ধান কাটার কাজ করছিলেন। গ্রামে মাঠের মাঝে অস্থায়ী ঝুপড়ি করে সেখানে থাকতেন তাঁরা। অন্যদিনের মতো এদিনও ধনঞ্জয়বাবু ও তাঁর স্ত্রী ধান কাটার কাজে বেরিয়েছিলেন। দুই শিশুকন্যা ঘরের ভিতর ঘুমোচ্ছিল। সেইসময় ওই ঘরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের গ্রাসে দুই শিশুকন্যার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ এবং বিষ্ণুপুর এসডিপিও কুতুবুদ্দিন খান। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন : ভ্রান্তিবিলাসের ছায়া ভাতারে! দুই ভাইয়ের গলায় মালা দিলেন যমজ বোন