গাজোল: গাজোল গ্রামীণ হাসপাতালের পাম্প হাউসের পাশে বিশ্রামাগারে অগ্নিকাণ্ড। ওই ঘরটি থেকে ধোঁয়া বেরতে দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে ঘরে। অগ্নি নির্বাপনের তেমন কোনও ব্যবস্থা না থাকায় স্থানীয় বাসিন্দারা বালতিতে করে জল দিয়ে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। কিভাবে আগুন লাগলো সে বিষয়ে কেউ সঠিকভাবে বলতে না পারলেও শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রসূতি ওয়ার্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
গাজোল গ্রামীণ হাসপাতাল চত্বরে রয়েছে একটি পাম্প হাউস। তার পাশেই রয়েছে একটি বিশ্রামাগার। সেখানেই আগুন লেগে যায়। ফলে ঘরে থাকা সমস্ত জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে যান হাসপাতাল সুপার ডাঃ অঞ্জন রায় সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। অবশেষে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ও হাসপাতাল কর্মীদের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়।
আরও পড়ুন : মহিলার সোনার হার ছিনতাইয়ের চেষ্টা, ধৃত ১