পতিরাম: ৫ বিঘা জমির পাকা ধান কেটে মাঠে জড়ো করে রেখেছিলেন কৃষক। কথা ছিল, মঙ্গলবার সকাল থেকে মেশিনের সাহায্যে সেই ধান মাড়াই করে ঘরে তুলবেন । কিন্তু তার আগে সোমবার সন্ধ্যায় সেই পাকা ধানের গাদায় আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা । ফলে মাঠেই পুড়ে ছাই হয়ে গেল জমির পাকা ধান। ঘটনাটি ঘটেছে পতিরাম (Patiram) থানার অধীন কদমতলী তুলসী পাড়ার মাঠে। এই ঘটনায় জমির মালিক সুচিন্ত্য ঘোষের দাবি, অগ্নিকাণ্ডে পাকা ধান ও খড় মিলিয়ে প্রায় ১ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার সকালে কদমতলীর তুলসীপুর মাঠে গিয়ে দেখা গেল, ধানের গাদায় আগুন তখনও জ্বলছে এবং ধোঁয়া বের হচ্ছে। জমির মালিক সুচিন্ত্য ঘোষ জানালেন, তিনি পাঁচ বিঘা জমি চাষ করার জন্য কদমতলী তুলসীপুরের কৃষক মহাদেব পালকে লিজে দিয়েছেন। তিনি ধান চাষ করে গতকাল জমিতে গাদা করে রেখেছিলেন। ঠিক ছিল মঙ্গলবার সকাল থেকে মেশিনের সাহায্যে এই ধান মাড়াই করে ঘরে তুলবেন। কিন্তু তার আগেই দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় তাতে। ধানের গাদা দাউ দাউ করে জ্বলতে থাকায় আগুন নেভানোর কোনও সুযোগ ছিল না। এমনকি মাঠের মাঝে দমকল আসার কোনও রাস্তা না থাকায় চোখের সামনেই সমস্ত ধান পুড়ে ছাই হয়ে যায়। পতিরাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিকের ঘটনার তদন্তে নেমেছে পতিরাম থানার পুলিশ।
আরও পড়ুন : পেটের টানে এরাজ্যে বিহারের ডুলি কারিগররা