আসানসোলঃ ব্লাস্ট ফার্নেসের ব্লাডার খোলার কারণে বের হতে শুরু করল আগুন। তার সঙ্গে বিকট শব্দ। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার বার্নপুর (Barnpur) ইস্কো কারখানাতে। ব্লাস্ট ফার্নেসের বিকট শব্দে পার্শ্ববর্তী এলাকায় ব্যপক আতঙ্ক ছড়ায়। আইএসপি সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় কিছু যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করে ব্লাস্ট ফার্নেসের ব্লাডার খুলে যায়। এরপরই সেখান থেকে আগুনের লেলিহান শিখা বের হতে থাকে। এছাড়াও, এই ঘটনার কারণে, ব্লাস্ট ফার্নেস নিয়ন্ত্রণকারী কম্পিউটারে ত্রুটি দেখা যায়। যে কারণে ব্লাস্ট ফার্নেস স্তব্ধ হয়ে পড়ে। ঘটনার পরই সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাতেও বিকট শব্দ কমানো সম্ভব হয়নি। যান্ত্রিক ও বৈদ্যুতিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে বলে অনুমান বার্নপুর ইস্কো কর্তৃপক্ষের। একই সঙ্গে ব্লাস্ট ফার্নেস স্বাভাবিক করতে দুই দিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে। ঘটনার বিষয়ে আইএসপির জনসংযোগ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: Asansol News | আসানসোল স্টেশনে আরপিএফের অভিযানে উদ্ধার খাঁচাবন্দি ১৩০টি পাখি