ডিজিটাল ডেস্ক : মাটির তলা থেকে হঠাৎ করেই দাউদাউ করে জ্বলে উঠল আগুন। অন্য কোথাও নয়, ঘটনাটি ঘটেছে হাওড়া (Howrah) সাঁতরাগাছি গভমেন্ট কলোনি এলাকায়। সূত্রের খবর, হাওড়া পুরসভার তরফ থেকে নিকাশি পরিষেবা উন্নতির জন্য সেখানে কাজ চলছে, ড্রেন তৈরি হচ্ছে। যথারীতি মাটি খোঁড়াও চলছে। কিন্তু বুধবার সকালে আচমকাই দেখা যায়, মাটি থেকে নির্গত হচ্ছে ধোঁয়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাটি থেকে প্রথমে ধোঁয়া বেরোলেও পরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ঘটনার খবর পেয়ে সাথে সাথে দমকল বাহিনী এবং পুলিশ আধিকারিকরা ছুটে আসে। প্রসঙ্গত মনে করা হচ্ছে, মাটি খোঁড়ার কারণে বিদ্যুতের তারে শর্ট-সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর তা থেকেই আগুন লাগার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আগুন অবশ্য নিভে গেছে। কিন্তু আতঙ্ক এখনো পর্যন্ত কাটছে না। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
পুলিশের অস্ত্র ছিনিয়ে জঙ্গি চালাল গুলি, পালটা পুলিশের গুলিতে মৃত্যু
ডিজিটাল ডেস্কঃ জম্মু-কাশ্মীর সীমান্ত এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। জানা গিয়েছে, পুলিশের কাছে খবর আসে, জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) সীমান্তে পাকিস্তানি জঙ্গি...
Read more