রাজগঞ্জ: রাজগঞ্জ ব্লকের বৈকুন্ঠপুর জঙ্গলের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডে শুধু গাছের নয়, ক্ষতি হচ্ছে বন্যপ্রাণীরও। এই নিয়ে তৎপর রয়েছে বন দপ্তর। বৃহস্পতিবার বেলাকোবা রেঞ্জ অফিসের উদ্যোগে বন সংলগ্ন এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়। জঙ্গলে কেউ গ্যাস লাইটার ও দেশলাই নিয়ে প্রবেশ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, এই সময় জঙ্গলে শুকনো পাতা পড়ে থাকে। কেউ ধূমপান করে অবশিষ্টাংশ ওই পাতার মধ্যে ফেললে আগুন ধরে যায়। এছাড়া কেউ ইচ্ছা করেও আগুন লাগাতে পারে। তাই মাইকিং করে সতর্ক করা হয়।
সোমবার গজলডোবার কাছে বৈকুন্ঠপুর জঙ্গলে একাধিক জায়গায় আগুন লাগে। ফারাবাড়ি নেপালিবস্তি এলাকায়ও জঙ্গলে আগুন লেগে যায়। এদিকে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকা ধোঁয়ায় ভরে যায়। অনেকে মনে করেন বায়ু দূষণের কারণে এমনটা হতে পারে। সঠিক কি কারণে ওই ধোঁয়া তা বুঝে উঠতে পারছিলেন না কেউ। এদিন বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত গৌড়িকন, মান্তাদারি, বাতাসিভিটা ও শিকারপুর বিটের বিট অফিসারদের নিয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করেন।