শিলিগুড়ি: ফুলবাড়িতে মহানন্দার চরের জঙ্গলে আগুন লাগায় বিপন্ন বিভিন্ন প্রজাতির পাখি। এই এলাকায় ইয়েলো ব্রেস্টেড বান্টিং, বিভিন্ন ধরনের মুনিয়া সহ প্রচুর পাখির দেখা মেলে। হোগলার জঙ্গলে বিভিন্ন পোকার উপস্থিতি পাখিদের আদর্শ আবাসস্থল করে তুলেছে এই এলাকাকে। কিন্তু এই জঙ্গলেই এদিন কোনও ভাবে আগুন লেগে যায়। যাতে এই পাখিদের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়ার আশঙ্কা করছেন পরিবেশপ্রেমীরা। আগুন লাগায় একদিকে যেমন জঙ্গলের একটা অংশ পুড়ে ছাই হয়ে যায়, তেমনি এলাকায় থাকা জীববৈচিত্রেরও ক্ষতি হয়। স্থানীয়দের মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় করেন পরিবেশপ্রেমীরা। বিষয়টি খতিয়ে দেখতে যায় পুলিশও। তবে আগুন কী ভাবে লাগলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই আগুন লাগানো হয়েছে কীনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন অপ্টোপিকের তরফে দীপজ্যোতি চক্রবর্তী জানান, ঘটনাটা অত্যন্ত উদ্বেগজনক। এতে এলাকায় পরিবেশের ভারসাম্যের ক্ষতি হবে।
হাওড়ায় মোমের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল
কলকাতা: সাতসকালে বিধ্বংসী আগুন। শনিবার ঘটনাটি ঘটে হাওড়ার (Howrah) চামরাইলের একটি মোমের কারখানায়। সেইসময় সেখানে কাজ করছিলেন শ্রমিকরা। তাঁদের দ্রুত...
Read more