মুরতুজ আলম, সামসী : সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর গ্রামে। আগুনে একই পরিবারের চারটি বাড়ি ছাই হয়ে গিয়েছে। সবমিলিয়ে ক্ষয়ক্ষতি পাঁচ লক্ষাধিক ছাড়িয়েছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে গ্রামের হবিবুর রহমানের উনুন থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের তিনটি বাড়িতে। আগুন লাগার খবর পেয়ে গ্রামবাসীরা নেভানোর জন্য ছুটে আসেন। খবর দেওয়া হয় তুলসীহাটা দমকলকে। সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে চারটি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।
ক্ষতিগ্রস্তরা হলেন হবিবুর রহমান ও তাঁর তিন ছেলে জিয়াতুল ইসলাম, মোকসেদ আলী ও মুজাহিদ আলী। হবিবুর রহমান বলেন, ‘আগুনে চারটি কাঁচা বাড়ির কিছুই অবশিষ্ট নেই। বাড়িতে থাকা রান্নার সামগ্রী চাল, ডাল থেকে শুরু করে খাট, চৌকি, বিছানা, জামাকাপড় সবই আগুনে পুড়ে গিয়েছে।’ হবিবুর রহমান আরো জানিয়েছেন, তাঁর ঘরের বাক্সে নগদ ৬০ হাজার টাকা ছিল। সেটাও আগুনে পুড়ে গিয়েছে।
আগুনে সর্বস্ব হারিয়ে চারটি পরিবার এখন ঠাঁই নিয়েছে খোলা আকাশের নীচে। তবে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য কুটির শিল্পের ভাইস চেয়ারম্যান তাজমুল হোসেন। তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের হাতে ত্রিপল, জামা, কাপড়, লুঙ্গি, শাড়ি ইত্যাদি তুলে দিয়েছেন। চাল, ডাল সহ রান্নার সামগ্রীও দেওয়া হয়েছে বলে জানান তিনি। হরিশ্চন্দ্রপুর-১ এর বিডিও অনির্বান বসু বলেন, ‘ব্লক প্রশাসনের তরফে মিসকিনপুরের ক্ষতিগ্রস্তদের যথেষ্ট পরিমাণে ত্রাণ দেওয়া হবে।’