শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বরঃ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার ভোরে আগুন লাগে শিলিগুড়ির জংশন সংলগ্ন এলাকায়। পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। প্রায় পাঁচ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। তবে পুজোর আগে এরকম ঘটনায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।