বর্ধমান: আগ্নেয়াস্ত্র, বোমা সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম নিজাম শেখ। সে নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ এলাকার হাঁটগাছার বাসিন্দা। বর্ধমানের লাকুড্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ আটটি গুলি উদ্ধার হয়েছে। তিনটি ব্যাগে প্রায় ৩৪টি বোমা উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, লাকুড্ডি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আগ্নেয়াস্ত্র, বোমা সহ ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। শুক্রবার অভিযুক্তকে বর্ধমান জেলা আদালতে তোলা হয়। কয়েকদিন আগেও খাগড়াগড় এলাকা থেকে অস্ত্র সহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুনঃ উত্তরের পাহাড়-সমতলে বৃষ্টির সম্ভাবনা