বোলপুর: আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নানুর থানার পুলিশ। তাদের কাছ থেকে বেআইনি অস্ত্র ও বারুদ উদ্ধার হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পরে আরও এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে তৎপর রয়েছে বীরভূম(Birbhum) জেলা পুলিশ। নানুর থানার পাকুড়হাঁস গ্রামে সফিক শেখ ওরফে মহম্মদ শেখ (৩৮)-এর বাড়ি থেকে উদ্ধার হয় মাস্কেট, ম্যাগজিন, পিস্তল, কার্তুজ। এছাড়াও পাঁচ প্যাকেট বারুদ উদ্ধার হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে একই গ্রাম থেকে সালাম শেখ (৪২) নামে আরও একজনের খোঁজ মেলে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎ কুমার দে জানান, সফিক শেখ কুখ্যাত দুষ্কৃতী। বর্ধমানের কেতুগ্রাম থানায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এছাড়া বীরভূমের একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে পুলিশ সফিকের বাড়িতে হানা দেন। সেইমতো বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সফিককে জিজ্ঞাসাবাদ করে আরও একজনের খোঁজ মেলে। জানা গিয়েছে, ওই আগ্নেয়াস্ত্র বিহার থেকে নিয়ে আসা হয়েছিল। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ Burdwan | প্রতারণা ঠেকাতে বৈধ ল’ক্লার্কদের জন্য চালু পোশাকবিধি