হেমতাবাদ: বাজি ফাটাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম এক যুবক। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে হেমতাবাদ থানার বিধিশোল গ্রামে। জখম যুবকের নাম সুব্রত বর্মন (২৯)। পেশায় ট্র্যাক্টরচালক। জানা গিয়েছে, বাড়ি সংলগ্ন মাঠে সুব্রত ও তার বন্ধুরা মিলে বাজি ফাটাচ্ছিল। আচমকাই হাতের মধ্যে একটি বাজি ফেটে গেলে সারা শরীরে আগুন ধরে যায় তাঁর। বাকি তিন বন্ধুও আহত হয়। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। এরপর গুরুতর অবস্থায় সুব্রতকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে এদিন তাঁকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয়। বাদবাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।
কৃষিক্ষেত্রে ব্যতিক্রমী উদ্যোগকে সম্মান জানিয়ে প্রতি ব্লকে দেওয়া হল ‘কৃষক রত্ন’ পুরস্কার
উত্তরবঙ্গ ব্যুরো: করোনার কারণে গত দু’বছর বন্ধ থাকার পর এবছর আবার দেওয়া হল ‘কৃষক রত্ন’ পুরস্কার। রাজ্যের মোট ৩৪২ জন...
Read more