ভুবনেশ্বর: করোনা পরিস্থিতিতে বায়ুদূষণ বন্ধ করার লক্ষ্যে আসন্ন দীপাবলি উৎসবের আগে থেকে বাজি, পটকা বিক্রি ও পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল ওডিশা সরকার। জনস্বার্থে এই নিষেধাজ্ঞা নভেম্বরের ১০ থেকে ৩০ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে বলে সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নির্দেশ অমান্য করা হলে বিপর্যয় মোকাবিলা আইন, ২০০৫ অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাজি ও পটকার উপাদানে যে প্রচুর পরিমাণে নাইট্রাস অক্সাসিড, সালফার ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইড থাকায় বাতাসে দূষণ বাড়ায়। হাসপাতালে চিকিৎসাধীন করোনা সংক্রামিতদের পাশাপাশি হোম আইসোলেশনে যাঁরা রয়েছেন, তাঁদের জন্যও এই দূষিত বাতাস মারাত্মক ক্ষতিকারক বলে বিশেষজ্ঞদের অভিমত। করোনা হয়নি বা হোম আইসোলেশনে নেই, অথচ শ্বাসকষ্টের সমস্যা আছে, এমন মানুষের ক্ষেত্রেও দূষিত বাতাস ক্ষতিকর। এসব বিবেচনা করেই ওডিশা সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে এজন্য সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে।