ডিজিটাল ডেস্ক : গতবছর করোনার ধাক্কা সামলাতে না পেরে চলে গিয়েছেন দীর্ঘদিনের তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু তাঁকে ভোলেননি তাঁর দীর্ঘদিনের দলীয় সঙ্গীরা। সম্প্রতি কলকাতার মেয়র হয়েছেন ফিরহাদ হাকিম। আজকে কলকাতা পুরসভার প্রশাসনিক বৈঠকে টাউন হল থেকে কলকাতার মেয়র ঘোষণা করলেন প্রাক্তন মেয়র তথা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নামে বালিগঞ্জের একটি রাস্তা হবে এবং তাঁর নামে একটি সংগ্রহশালা তৈরি হবে। আজকে বৈঠকের শুরুতেই শ্রদ্ধা জানানো হয় প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়কে। পাশাপাশি মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, খুব শীঘ্রই সুব্রত মুখোপাধ্যায়ের নামে সংগ্রহশালা তৈরি করার কাজ শুরু হবে। জানা যাচ্ছে, একডালিয়া ক্লাবের আশেপাশে কোথাও এই সংগ্রহশালা নির্মাণ করবে কলকাতা পুরসভা। খুব স্বাভাবিকভাবেই কলকাতার বর্তমান মেয়রের এই শ্রদ্ধাজ্ঞাপনের প্রশংসা হচ্ছে সর্বস্তরে।
রাজ্যে করোনার হানায় আক্রান্ত কলকাতা মেডিকেল কলেজের একাধিক পড়ুয়া
ডিজিটাল ডেস্ক : করোনা (Corona) আবার তার থাবা চওড়া করতে শুরু করেছে। শুক্রবারের পর শনিবার কলকাতা মেডিকেল কলেজের চারজন পড়ুয়ার...
Read more