উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: করোনার (Corona) ভয়ে যখন গোটা বিশ্ব কাবু তখন উত্তর কোরিয়ার দাবি ছিল তাদের দেশে করোনার প্রকোপ পড়েনি। প্রায় আড়াই বছরে কিম জং উনের (Kim jong un) দেশে করোনার কোনও খবর পাওয়া যায়নি। তবে এবার প্রথম কোভিড আক্রান্তের হদিস মিলল উত্তর কোরিয়ায় (North korea)। করোনার হদিস পাওয়া মাত্রই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সে দেশে। ইতিমধ্যেই লকডাউন (Lockdown) জারি করা হয়েছে।
North Korea reports first case of Covid-19 Omicron variant
Read @ANI Story | https://t.co/3PlEHWWN3s#NorthKorea #COVID19 #Omicron pic.twitter.com/12EEvVNNuM
— ANI Digital (@ani_digital) May 12, 2022
সূত্রের খবর, উত্তর কোরিয়ার একটি সংবাদসংস্থা বৃহস্পতিবার করোনা সংক্রমণের কথা জানায়। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে এক ব্যক্তির দেহে করোনার ওমিক্রন (Omicron) প্রজাতির হদিস পাওয়া গিয়েছে। তারপরই কিমের সিদ্ধান্ত অনুযায়ী সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছে।
আরও পড়ুন : ক্রিকেটার এম এস ধোনি কি এবার সিনে দুনিয়ায় পা রাখছেন?