তুফানগঞ্জ: আগামী ৫ মে চালু হবে তুফানগঞ্জ তথা উত্তরবঙ্গের প্রথম মানসিক হাসপাতাল। তার আগে হাসপাতাল পরিদর্শন করলেন প্রশাসনিক অধিকারিকরা। শুক্রবার তুফানগঞ্জের মহকুমা শাসক রোহন লক্ষ্মীকান্ত যোশী ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস তুফানগঞ্জ মানসিক হাসপাতাল ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তুফানগঞ্জের মহকুমা শাসক রোহন লক্ষ্মীকান্ত যোশী বলেন, ‘আগামী ৫ মে তুফানগঞ্জ মানসিক হাসপাতালের অন্তর্বিভাগের ভার্চুয়াল ওপেনিং করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষ্যে এদিনের এই পরিদর্শন।‘
জানা গিয়েছে, তুফানগঞ্জ মানসিক হাসপাতালের অন্তর্বিভাগ ১৫০ বেডের। তবে এখনই সব বেড চালু হবে না। এ কথা জানান তুফানগঞ্জ মানসিক হাসপাতালের দায়িত্বে থাকা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাঃ মৃনাল কান্তি অধিকারী। পাঁচতলা বিশিষ্ট তুফানগঞ্জ মানসিক হাসপাতালের অন্তর্বিভাগে থাকছে তিনটি লিফট। একটি পুরুষ রোগীদের জন্য। একটি মহিলা রোগীদের জন্য ও একটি স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের জন্য।
তুফানগঞ্জের এক বাসিন্দা গৌতম সরখেল বলেন, ‘আমরা দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম। আগামী ৫ মে তা পূরণ হতে চলেছে। এরফলে শুধু তুফানগঞ্জবাসীদেরই নয়, উপকৃত হবে সমগ্র উত্তরবঙ্গ। কারণ তুফানগঞ্জ মানসিক হাসপাতাল উত্তরবঙ্গের মধ্যে একমাত্র সরকারি মানসিক হাসপাতাল।‘