ডিজিটাল ডেস্ক : রাজনীতির ময়দানে একে অপরের বিরুদ্ধে কটাক্ষ করার নিদর্শন প্রায় সবসময়ই পাওয়া যায়। আর কটাক্ষ করতে গিয়ে আইনি জালে জড়িয়ে পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অতীতে তীব্র কটাক্ষ করে ‘হাজার কোটি টাকার মালিক’ বলে উল্লেখ করেন। আর সেই কটাক্ষের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন, শুভেন্দু অধিকারী বিভিন্ন ফোরামে গিয়ে তাঁকে নিয়ে এ ধরনের মানহানিকর মন্তব্য করেছেন। তবে তিনি জানান, এই অভিযোগের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পুরোটাই তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে করেছেন। আর সেই সূত্রে পয়লা ডিসেম্বর আলিপুর আদালতে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও বিরোধী দলনেতা সেই নির্দেশ মানেননি। বৃহস্পতিবার তিনি আদালতে হাজিরা দেন নি।
তার মধ্যেই এবার আলিপুর আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ১৯ শে ডিসেম্বর তাঁকে আবার আদালতে হাজিরা দিতে হবে। যদিও আদালতে শুভেন্দু অধিকারীকে সশরীরে যাতে হাজিরা না দিতে হয়, তাঁর আবেদন করেছিলেন। কিন্তু বিরোধী দলনেতার সেই আবেদন খারিজ করা হয়েছে বলে জানা যাচ্ছে। আপাতত এই মামলার রেশ ধরে বলা যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেকের বাবার বিরুদ্ধে মন্তব্য করে কিন্তু এই মুহূর্তে অস্বস্তির মুখে। আইনি অস্বস্তি কাটাতে বিরোধী দলনেতা কী কোন পদক্ষেপ নেবেন? সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।