রায়গঞ্জ, ৭ জুনঃ মাছ বোঝাই গাড়ি উলটে মৃত্যু হল এক মৎস্য ব্যবসায়ীর। বৃহস্পতিবার বিকেলে কালিয়াগঞ্জ থানার ফতেপুর এলাকার রাজ্য সড়কের ঘটনা। ঘটনার খবর পেয়ে পৌঁছায় কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। আগামীকাল হবে ময়নাতদন্ত। হাসপাতাল সূত্রে খবর, মৃত মৎস্য ব্যবসায়ীর নাম গৌতম বর্মন(৩০)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মহারাজপুর গ্রামে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
- Advertisement -