রায়গঞ্জঃ বাইকের ধাক্কায় মৃত্যু হল এক মাছ ব্যবসায়ীর। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের রুনিয়া মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম আকালু আলি (৪০)। বাড়ি রায়গঞ্জ থানার রুনিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন মাছ নিয়ে স্থানীয় বাজারে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। সেই সময় বেপরোয়া একটি বাইকের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। পুলিশ বাইকটি আটক করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।