ডিজিটাল ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন দিঘাতে পুরীর মতন একটি জগন্নাথদেবের মন্দির তৈরি হবে। আর সেই মন্দিরের আনুষ্ঠানিক সূচনা করলেন আজ রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি। অক্ষয় তৃতীয়া উপলক্ষে জগন্নাথ ধাম তৈরি হওয়ার জন্য তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন দিঘায়। এদিন মন্ত্রী জানিয়েছেন, ২০২২-২৩ সালের মধ্যে পুরীর জগন্নাথ দেবের মন্দির তৈরী হয়ে যাবে। পাশাপাশি এই মন্দির তৈরীর জন্য ইতিমধ্যেই ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে তিনি জানান। ২২ একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে দিঘায় জগন্নাথদেবের মন্দির। এদিন অখিল গিরি আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিনের মধ্যেই দিঘা, তাজপুর, মন্দারমনি এবং নয়াচরে আসবেন। সেখানে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। আর সেই সময় তিনি জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শন করবেন। প্রসঙ্গত মনে করা হচ্ছে, দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি হলে কার্যত দিঘায় পর্যটকদের ভিড় আরও বাড়বে।
আরও পড়ুনঃ তৃণমূলের অন্দরের ষড়যন্ত্রের সন্ধান দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা