ডিজিটাল ডেস্কঃ বিগত কয়েক দিন যাবত সুন্দরবনের বিভিন্ন এলাকায় দক্ষিণরায়ের দেখা পাওয়া যাচ্ছে। জনবহুল এলাকাতেও বিভিন্ন সময় ঢুকে পড়ছে বাঘ। বনদপ্তরকে আবার সেই বাঘকে জঙ্গলে ছাড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে এবার সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের হানায় প্রাণ হারালেন এক মৎস্যজীবী। জানা গিয়েছে, রবিবার ৫ জন মৎস্যজীবীর একটি দল উত্তর ২৪ পরগনার সামশেরনগর এলাকা থেকে সুন্দরবন গিয়েছিলেন মাছ ধরতে। সজনেখালি রেঞ্জের ৪ নম্বর ঝিলার জঙ্গলে যখন মাছ ধরছিলেন তাঁরা, তখনই তাঁদের ওপর লাফিয়ে পড়ে দক্ষিণরায়। এরপর জাহাঙ্গীর আলী নামে এক মৎস্যজীবীকে বাঘ টেনে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। উপস্থিত মৎস্যজীবীরা জানিয়েছেন, পরে তাঁরা জাহাঙ্গীরের দেহের কোন খোঁজ পাননি। এই অবস্থায় ঘটনার তদন্ত শুরু করেছেন ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা। পাশাপাশি ব্যাঘ্র এলাকায় মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীরাই বিপদ ডেকে এনেছেন কিনা তা নিয়েও চলছে চর্চা।
কলকাতা পাচারের পরিকল্পনা! তার আগেই জলপাইগুড়িতে উদ্ধার কোটি টাকার বার্মা টিক
বেলাকোবাঃ ফের উদ্ধার বার্মা টিক। বনদপ্তরের তৎপরতায় শুক্রবার ভোরে পাচারের পথে উদ্ধার হল কোটি টাকা মূল্যের বার্মা টিক। উদ্ধার করে...
Read more