ডিজিটাল ডেস্ক : দীর্ঘদিন যাবত আতঙ্ক জাগিয়ে রেখেছিলেন মাওবাদী নেতা কমলেশ। অবশেষে ছত্রিশগড় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আজ তাঁর মৃত্যু হল বলে খবর। জানা গিয়েছে, মোস্ট ওয়ান্টেড এই মাওবাদী নেতার মাথার দাম ছিল ৫ লাখ টাকা। সূত্রের খবর, দরবা ডিভিশনে মালাঙ্গে এরিয়া কমিটির সদস্য ছিলেন এই কমলেশ। শুক্রবার সকাল দশটা নাগাদ বস্তারে মাওবাদীদের সঙ্গে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের গুলির লড়াই হয় এবং সেই লড়াইতেই কমলেশ মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত বৃহস্পতিবারও পুলিশের সঙ্গে সংঘর্ষে দান্তেওয়াড়ায় আর এক মাওবাদী নেতার মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা কমলেশের মৃত্যু পুলিশের বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।
কিশোরীকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত সৎ বাবা
আসানসোল: ১৪ বছরের মেয়েকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হল সৎ বাবা। দু’বছরেরও বেশি সময় ধরে আসানসোল(Asansol) আদালতে চলা এই মামলার...
Read more