লখনউ: একই পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের সিঙ্গার নগর এলাকায়। জানা গিয়েছে শনিবার ওই এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, মৃত পাঁচজনের মধ্যে দুজন মহিলা, একজন বৃদ্ধ এবং বাকি দুজন শিশু। মৃতাদের একজনকে দিব্যা নামে শনাক্ত করা হয়েছে। তার বোন এবং ছেলে ও অন্য এক শিশুর চারটি মৃতদেহ একটি ঘরে এবং ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃতদেহ ওপরের একটি ঘর থেকে উদ্ধার করে পুলিশ। ওই মৃত বৃদ্ধের নাম রাজেশ্বর পাচোরি। মহিলার দেহের পাশে সালফার ট্যাবলেট এবং এক বোতল জীবাণুনাশক পাওয়া যায়। ওই মহিলার গলায় আঘাতের চিহ্নও মিলেছে। মৃত্যুর রহস্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।