ডিজিটাল ডেস্কঃ দুদিন আগেই তৃণমূলের জাতীয় মুখপাত্রে সাকেত গোখলেকে গুজরাট(Gujrat) পুলিশ গ্রেপ্তার করেছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মোরবি সেতু দুর্ঘটনা নিয়ে বিতর্কিত টুইট করেছেন। এরপর গত রাতে তিনি জামিন পান। কিন্তু সকাল হতে না হতেই তাঁকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। আর তাই নিয়ে এবার তৃণমূলের তরফ থেকে কড়া আক্রমণ শুরু হয়েছে। সূত্রের খবর, এবার অন্য একটি মামলায় সাকেতকে আজ গুজরাট পুলিশ গ্রেপ্তার করে। সাকেত গোখলে সংক্রান্ত যাবতীয় খবর প্রকাশ্যে আনছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন।
তিনি টুইট করে জানিয়েছেন, “জামিন পাওয়ার পরেও সাকেত গোখলেকে হেনস্থা করছে গুজরাট পুলিশ। বৃহস্পতিবার জামিন পাওয়ার কয়েক ঘণ্টা পরই রাত পৌনে ৯টা নাগাদ ফের তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি যখন আহমেদাবাদ সাইবার থানা থেকে বেরোচ্ছিলেন, সেই সময় পুলিশ কোনও নোটিস ছাড়াই তাঁকে গ্রেফতার করে।” সাকেত গোখলে গ্রেপ্তার হবার পর গুজরাট যাচ্ছেন তৃণমূল সাংসদদের ৫ সদস্যের প্রতিনিধি দল। জানা গিয়েছে, এই প্রতিনিধি দলে রয়েছেন দোলা সেন, খলিলুর রহমান, অসিত কুমার মাল, শান্তনু সেন এবং সুনীল কুমার মন্ডল।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই ৫ সদস্যের দল ইতিমধ্যে গুজরাটের সানন্দে পৌঁছেছেন। তাঁরা সাকেত গোকলের আইনজীবী ইয়াজ কুরেশির সঙ্গে দেখা করে তাঁর হাতে বেশ কিছু নথি তুলে দেন। তৃণমূল প্রতিনিধি দল জানিয়েছেন, সাকেত গোখলে যদি আদাড্ড যান, তাঁরাও আদালতে যাবেন। সূত্রের খবর, খুব সম্ভবত আজকে আমেদাবাদ হাইকোর্টে সাকেত গোখলের জামিনের আবেদন করা হবে। সে জামিন মঞ্জুর হবে কিনা তা নিয়ে অবশ্য প্রশ্ন থেকে যাচ্ছে। সাকেত গোখলের গ্রেপ্তারি নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে ঝড়। এই নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে।