ডিজিটাল ডেস্কঃ টানা পাঁচ বছর ধরে হল শুটিং। সম্ভবত ভারতের আর কোনও ছবির শুটিং এত বছর ধরে হয়নি। হালফিলের বলিউড তো এ দৃশ্য দেখেইনি। লোকজন ভাবেইনি, এই ছবি কখনও শেষ হতে পারে! কিন্তু হল অবশেষে। পরিচালক অয়ন মুখার্জি চূড়ান্ত প্যাক আপের অনুমতি দিলেন। আর তার পরেই হুল্লোড় এবং পার্টিতে মাতোয়ারা গোটা ‘ব্রহ্মাস্ত্র’ টিম। হবে না! এই শুটিং পর্বটাই তো পুরোদস্তুর একটা ছবির মতো।
শেষটা হয়তো আগেই হয়ে যেত। কিন্তু অতিমারির কারণে বারবার ছবির শুটিং গেল বন্ধ হয়ে।বন্ধ হয়ে রইল দিনের পর দিন। এভাবেই দিন গড়াল। বছর গড়াল। আর অবশেষে ‘ব্রহ্মাস্ত্র’-র শুটিং শেষ। ২০১৮ সালে ছবির কাজ শুরু হওয়ার পরে আলিয়া প্রথমবার দাঁড়িয়েছিলেন রণবীরের মুখোমুখি। ততদিনে করণ জোহার আর অয়ন মুখার্জি দুজনেই জানেন আলিয়ার হার্টথ্রব রণবীর। এরপর শুরু হল ‘ব্রহ্মাস্ত্র’(‘Brahmastra)। শুরু হল আলিয়া আর রণবীরের প্রেম।
তার মানে ‘ব্রহ্মাস্ত্র’ একদিক থেকে ঐতিহাসিকও বটে। বলিউডের সবচেয়ে চর্চিত জুটির প্রেম এখান থেকেই শুরু। তাহলে পাক্কা পাঁচবছর পরে ছবির শুটিং যখন শেষ হবে, সে ঘটনা বলিউডে এক আলাদা মাত্রা এনে দেবে নিঃসন্দেহে।
আর তাই দিলও। ‘ব্রহ্মাস্ত্র’ শুটিং শেষের কথা প্রথম জানালেন পরিচালক অয়ন মুখার্জি। লিখলেন, এমন অভিজ্ঞতা জীবনে একবারই আসে। বারাণসীতে তাঁদের ইউনিটের ছবি শেয়ার করে ক্যামেরা গোটানোর খবর জানালেন। পরিচালকের সেই টুইট সঙ্গে সঙ্গে শেয়ার করেছেন আলিয়া ভাট, মৌনী রায়। আলিয়া লিখেছেন, ‘অনেক আগেই চেয়েছিলেন কাজটা শেষ হোক, অবশেষে সত্যিই এটা ঘটল।’
‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং শেষের খবর শেয়ার করেছেন নীতু সিং, সোনি রাজদানও।
আরও পড়ুন: আলিয়ার রাগ