নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বাড়ানোর পরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। প্রধানমন্ত্রীর ঘোষণার পরই ৩ মে পর্যন্ত বন্ধ করা হল যাত্রীবাহী রেল পরিষেবা।
রেল মন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়, সমস্ত প্রিমিয়াম, দূরপাল্লার ট্রেন, সাব-আর্বান, কলকাতা মেট্রো আপাতত বন্ধ থাকবে। আগামী ৩মে পর্যন্ত রিজার্ভড ও আনরিজার্ভড ট্র্যাভেলের টিকিট বুকিং কাউন্টার বন্ধ থাকবে। রেলওয়ে স্টেশন ও রেলওয়ে স্টেশনের বাইরের চত্বরেও বন্ধ থাকবে সমস্ত বুকিং কাউন্টার।
আরও খবর: করোনা সংকট কাটার ইঙ্গিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার
অন্যদিকে, করোনা নিয়ে লকডাউনের সময়সীমা বর্ধিত হওয়ার পর প্রভাব পড়ল বিমান পরিষেবায়ও। এদিন প্রধানমন্ত্রী লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বৃ্দ্ধি করার কথা ঘোষণা করার পর ডিজিসিএ-র তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় আগামী ৩ মে পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক এবং দেশীয় উড়ান স্থগিত রাখা হবে।
এর আগে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি একটি টুইট বার্তায় বলেছেন, দেশীয় এবং আন্তর্জাতিক বিমান উভয় ক্ষেত্রেই পরিষেবা চালু করার বিষয়ে সরকার এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। এর আগে অসামরিক বিমান চলাচল মন্ত্রকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছিল, সরকার ১৪এপ্রিল ২১দিনের লকডাউনের মেয়াদ শেষে দেশীয় ও আন্তর্জাতিক বিমান চলাচলকে অনুমতি দেবে বলে আশা করা হচ্ছে।
আরও খবর: করোনা মোকাবিলায় প্রতিরক্ষা বাজেট ব্যবহারের নির্দেশ পুতিনের
প্রসঙ্গত, করোনা প্রতিরোধে আজ বড় পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন বাড়ানোর কথা বলেন প্রধানমন্ত্রী। আগামীকাল সরকার লকডাউন সংক্রান্ত নতুন গাইডলাইন প্রকাশ করবে। যে সব জায়গা হটস্পট জোনে পড়বে না, ২০ এপ্রিলের পর সেই সব জায়গায় সাময়িক কিছু ছাড় দেওয়া যেতে পারে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই রেল এবং বিমান পরিষেবার ক্ষেত্রে বড় পদক্ষেপ নেওয়া হয়।