দিসপুর: ক্রমশ খারাপ হচ্ছে অসমের বন্যা (Assam Flood) পরিস্থিতি। মৃত্যু হয়েছে আরও ১৪ জনের। এর মধ্যে ছয় শিশুও রয়েছে। মৃতের সংখ্যা ১৭৩-এ দাঁড়িয়েছে।
৩০টি জেলার ২৯ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। কাছাড়, বরপেটা, ডিমা হাসাও, নগাঁও, নলবাড়ি, ধূবড়ি সহ বিভিন্ন জায়গা জলের তলায়। শুধুমাত্র কাছাড়েই ১৪ লক্ষের ওপরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নগাঁওয়ে ক্ষতিগ্রস্ত ৪ লক্ষের ওপর। নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। ২৩টি জেলায় ৮৯৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে। দুর্গতদের জন্য ভারত সেবাশ্রম সংঘের তরফেও ত্রাণ পাঠানো হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। উদ্ধারকাজ এখনও চলছে।
আরও পড়ুন: Mumbai | মুম্বইয়ে ভারী বৃষ্টি, জলমগ্ন বিভিন্ন এলাকা