কাবুল: ভূমিকম্পের পরই বন্যার কবলে আফগানিস্তান। বন্যার জেরে মৃত্যু হয়েছে অন্তত ৪০০ জন। এমনটাই দাবি করেছে তালিবান সরকার। মঙ্গলবার বিকেল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। রাতে বৃষ্টির পরিমাণ আরও বাড়ে। এমনিতেই ভূমিকম্পের ধাক্কায় বহু জায়গায় রাস্তা ভেঙে গিয়েছে। নেমেছে ধসও। তার মধ্যে বন্যার জল ঢুকে পড়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
গত বুধবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। ২০০২ সালের পর এই প্রথম রিখটার স্কেলে ৬.১ মাত্রার ভূমিকম্পের সাক্ষী থেকেছে কাবুলিওয়ালার দেশ। ইতিমধ্যে মৃতের সংখ্যা প্রায় হাজার ছুঁয়ে ফেলেছে। উদ্ধারকাজ শুরু হলেও অনেকেই ধ্বংসস্তূপে আটকে রয়েছেন বলে খবর। এই পরিস্থিতিতে শুরু হয়েছে বৃষ্টি। এর জেরে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। ক্রমশ প্রতিকূল হচ্ছে পরিস্থিতি।